নতুনদের জন্য – For the beginners who are interested about computer and the basics of computer technology
সবাইকে স্বাগতম muktokosh.com– বাংলাদেশের অন্যতম টেকব্লগ এ। আসা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমরা কি নিয়ে কথা বলতে চলেছি । তাহলে চলুন দেরি না করে চলে যাই আমাদের আলোচ্য বিষয়ে ।

আমরা হয়তো এমন কেউ নেই যারা কম্পিউটার নাম শুনি নাই বা দেখি নাই ।
আমরা অনেকে ভাবি কম্পিউটার চালেনো অনেক কঠিন কাজ । আবার অনেকে ভাবি কম্পিউটার শিখে আবার কি করবো ?
তাহলে চলুন আপনাদের প্রশ্ন গুলোর উত্তর দেওয়া যাক …
কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর – FAQs about The benefits of Learning Basic Computer
প্রথমত কম্পিউটার চালানো এমন কঠিন কিছু নয়। আপনি ও পারবেন অন্যদের মত কম্পিউটারের সকল কাজ করতে । আপনি হয়ত নস্ট হওয়ার ভয় পাচ্ছেন ভয় পেলে চলবে না । কারন সকল সমস্যার সমাধান আছে ।
আমরা কম্পিউটার কেন শিখবো – Why we should Learn Computer
যে কাজ কম্পিউটার নির্ভর নয় , সেখানেও কম্পিউটার জানা অতিরিক্ত একটা যোগ্যতা বলে বিবেচিত হয়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে।
কম্পিউটার এর ব্যবহার সমূহ – Uses of Computer System
আর আমরা আরো জানি, ছাত্রজীবন জীবন গঠনের উপযুক্ত সময়। কেননা এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি এমন কিছু গুন ও দক্ষতা অর্জন করে , যা সারাজীবন কাজে লাগে । বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ৷ কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারে অচলও বলা যেতে পারে ৷ কী করা যায় না কম্পিউটার দিয়ে? অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, স্কুলের সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পিউটার এর মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটার এর কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ!
তাই সবার প্রথমে আমাদের কম্পিউটারে বেসিক কিছু জানতে হবে – So, we should learn basic computer by these topics
- কম্পিউটারের মৌলিক বিষয়র
- মাইক্রোসফট ওয়ার্ড
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট:
- ইংরেজি এবং বাংলা টাইপিং
- অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) এর বিভিন্ন অপশন এর ব্যাবহার।
- ইন্টারনেট এবং ই-মেইল
আগামিতে আমরা এই ৭টা বিষয় পর্যায়ক্রমে জানবো – So stay tuned with techtrech😊