কবিতা-ছাব্বিশের কহন আমার লেখা ।২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস,এটি মূলত আমাদের এই স্বাধীনতা দিবস নিয়ে লেখা,২৬ শে মার্চ আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিলো।আমার এই কবিতা-ছাব্বিশের কহন দিয়ে স্বাধীনতা দিবস থেকে বিজয় দিবস পর্যন্ত সকল কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
“ছাব্বিশের কহন”
যুগ-যুগান্তর, দেশদেশান্তর পেড়িয়ে এই বাংলায়,,
জন্মেছি আমি। ৩০ লক্ষ সিংহশাবকের হুংকারে,
বীর সন্তানদের টগবগে জ্বলন্ত রক্তের বিনিময়ে
অর্জিত এই বাঙালীর বাংলা। আমার জন্মভূমি।
এতো সহজ ছিলো না এই অর্জন এই স্বাধীনতা,!!
দিতে হয়েছে কতো প্রাণ,কত অশ্রু বিসর্জন
সইতে হয়েছে কতো আঘাত,করতে হয়েছে প্রতীক্ষা।
বায়ান্ন,ছেষট্টি,উনসত্তর পেড়িয়ে একাত্তরের মার্চের
কালজয়ী ভাষনে উজ্জীবিত হওয়া বাঙালীরা!!
শুধু একটি ডাকের প্রতীক্ষায় হানাদারদের বিরুদ্ধে।
তখনি ঘোষিত হলো বঙ্গবন্ধুর ছাব্বিশের মুক্তিবাণী
“হে বাঙালীরা,, সংগ্রাম চালিয়ে যাও,যুদ্ধ করো”!!
এবং পৃথিবীতে সৃষ্টি হলো নুতন স্বাধীন ভূখন্ড
উদিত হলো বাংলা নামক এক রক্তিম সূর্য!!
হে স্বাধীনতা দিবস তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি
তোমার জন্য পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব মাতৃভূমি!!
“সাদিয়া মেহেরুন”