“লোভ”
“সে এক অদৃশ্য, অধরা মোহ
তাও তার জন্যই যত আগ্রহ ।
যেন মরুভূমির এক ক্ষুদ্র মরিচীকা,,
তাকে পাওয়ার সেকি অদম্য বৃথাচেষ্টা!! ”
“সেই শত শত স্বর্নযুগ পেড়িয়ে,
আদিম গুহা থেকে শাহী অট্টালিকায়
চাকা থেকে শুরু করে আজকের যান্ত্রিকতায়, ছোট-বড়,ধনী-গরিব বা রাজার কুমার,,
সবার মাঝেই তোমার নীরব বসবাস।
যেমন বেঁচে থাকার লড়াইয়ে শ্বাস-প্রশ্বাস।”
তুমিই কি সেই নিষ্ঠুর “লোভ”??!!
যারজন্য আজ এতো হানাহানি, এতো ক্ষোভ।
হে খুনী লোভ, তুমি এতো মহান,,!!
তৈরি করেছো পিশাচ, এতো সংহার এতো বিবাদ। তবে আজ হোক এই নিষ্ঠুরতার অবসান,
পৃথিবী পাক অনিন্দিত এক দীর্ঘ অবকাশ।
“সাদিয়া মেহেরুন”