“নারী” সে তো ছলনাময়ী, অহংকারী। শান্তি
ধ্বংস করে, সৃষ্টি করে যতো কেলেঙ্কারী,
বাড়ায় বিবাদ,ব্যবধানও সহোদরের।
রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী কিংবা জাতি,
পতনের মূলহোতা আমরা নারী।
হে নরাধম, জানো কি এই নারীর যতন?
আপন হাতে তৈরি করে সোনার কুমার
রসদ জোগায় দিগ্বিজয়ী, বীর সেনানীর,
নারী হয় ঢাল, ভীতু আর খামখেয়ালির।
অন্ন দেয় তোমার মুখে নিজে থেকে উপবাসী,
নিজের খেয়াল চাপা দিয়ে তোমায় বানায়
স্বপ্নজয়ী,!!কোন মুখে দেও তাকে গালি?
সে যে তোমার মা,মেয়ে,বোন,প্রিয় অর্ধাঙ্গী।
“সাদিয়া মেহেরুন”