bangla kobita - shoundorjo(সৌন্দর্য)

“সৌন্দর্য”

“সৌন্দর্য”

অপরূপা, কাজল কালো চোখ টানা টানা

চিকন হাসি, গালে টোল হাসি মুক্তঝরা!!

এতো রূপবতী চোখ ফেরানো দায়

সময়ের সাথে সাথে ভাটা পড়ে যায়। 

সৌন্দর্য এটাতো শুধু সময়ের কাঁটা

পলকে পড়ে যায় ভাটা।

টান টান চামড়া একসময় ঝুলে পড়ে

দীঘল কালো ঘন কেশও ঝরে পড়ে

শুধু একটুখানি প্রতীক্ষা!!!

সময় তো চলে যায় নিমিষেই যুগ পরিয়ে

করোনা বড়াই ঠুনকো সৌন্দর্য নিয়ে ।

নম্র হও, সুশীল হও, হও বিনয়ী

আর যদি করো বড়াই সৌন্দর্য নিয়ে,

হবেই পতন তোমার অবশ্যম্ভাবী। 

                                “সাদিয়া মেহেরুন”

 

পরবর্তী কবিতার জন্য বাটনটিতে ক্লিক করুন read more
Saiful Islam
Saiful Islam
Articles: 14

Leave a Reply