বয়কট করুন ইন্ডিয়ান প্রোডাক্টস! Boycott Indian Products!
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি সাবেক বিজেপি নেত্রীর ঘৃণ্য মতবাদ শুধু আমার নয় বরং আমাদের মতো হাজারো প্র্যাকটিসিং মুসলিম, মুসলমান গোষ্ঠী এবং গোটা মুসলমান জাতির কলিজায় আচর কেটেছে।
এখন আমাদের কর্তব্য হয়ে উঠেছে হিন্দুস্থান অর্থাৎ ভারত হতে আমদানীকৃত দ্রব্যাদি বর্জন করা, যেহেতু এটা ছাড়া আমাদের কাছে প্রতিবাদ করার মতো কিছুই নেই। কুয়েত এর মতো বড় দেশ যদি ভারতীয় দ্রব্য বয়কোট করতে পারে আমরা কেনো পারবো না?
যারা এখনো খুজে পাচ্ছেন না বা বুঝে ঊঠতে পারছেন না কি কি প্রোডাক্ট আমাদের বয়কট করা উচিৎ তাদের জন্য নিচে ছবিতে বিভিন্ন প্রোডাক্ট এবং কোম্পানীর লোগো এবং ছবি দিয়ে দিলাম।
নিজ উদ্দ্যেগে ভারতীয় প্রোডাক্ট বয়কট করুন❤️
Indian Products List:
বাংলাদেশের বাজারে শক্তিশালী কিছু ভারতীয় পণ্য ও প্রতিষ্ঠানের তালিকা –
প্রতিষ্ঠান –
১. কিংফিশার
২. আইসিআইসিআই ব্যাঙ্ক
৩. এয়ারটেল
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫. এইচডিএফসি ব্যাঙ্ক
৬. এয়ার ইন্ডিয়া
৭. জেট এয়ারওয়েজ
প্রসাধনী –
১. লেকমে
২. হিমালয়া
৩. বোরোলীন
অটোমোবাইল –
১. বাজাজ
২. টাটা
৩. মাহিন্দ্রা
৪. হিরো
৫. মারুতী
জীবন-যাপন –
১. টাইটান
২. এপোলো গ্রুপ
৩. তাজ গ্রুপ
৪. গোদরেজ সামগ্রী
৫. সিনথল
৬. ভিআইপি
৭. প্যারাসুট (মারিকো গ্রুপ)
খাবার –
১. কিসান
২. বারিস্তা
৩. কোয়ালিটি
৪. মাদার ডেইরি
৪. ব্রিটানিয়া
৫. ডাবর
৬. আমুল
[উপরোক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক পণ্য জীবন-যাপনের নানা ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাই একাধিক পণ্য উত্পাদনকারী কিছু প্রতিষ্ঠানের নাম সরাসরি দেওয়া হলো, আলাদা আলাদা ভাবে পণ্যগুলোর নাম উল্লেখ না করে|]

By – Ilias Sami
#Boycott
#boycottindian_product
#boycotindia
#ILOVEMYPROPHET
#MuhammadPBUH
#BanIndiaFromMuslimWorld
#boycottvarat
#indianfood
#indianjewellery
#indianfashion
#boycott_Indian_Goods
#iliassami
#ilias_sami