অবহেলা সবার জীবনে একটা পরিচিত শব্দ-
আমি প্রথম বার অবহেলিত হয়েছি
তোমাকে পাওয়ার লোভ করে।
কিছু কিছু অবহেলার মধ্যে স্বস্তি ও আছে,
আমি যতবার তোমার কাছে এগিয়েছি
ততবারই তোমার হাসি মুখে সরে যাওয়া দেখেছি।
তোমার হাসি মুখে ছিল বিরক্তির চিহ্ন,
এই বিরক্তি আমাকে এত
দূরে সরিয়ে আনবে
ভাবিনি কখনো ।
অবহেলার কাছে মানুষ সত্যিই অসহায়
চুপটি করে নিয়তি মেনে নেওয়া ছাড়া
কোনো কিছুই যেন করার থাকে না।
অবহেলার প্রতিটি প্রহরে তোমার
গুঞ্জন ছিল,
শত প্রতীক্ষার পর তোমার
দেখা পাওয়া টাও ছিল
উত্তেজনার।
অপেক্ষার কষ্ট টা আজ
অবহেলায় ঢাকা পড়ে গেছে,
তোমার অবহেলায় প্রতিটা দিন
যেন অপ্রয়োজনীয় ভাবে শুরু হয়।
অবহেলিত প্রতিটি দিন আমাকে
অন্যভাবে বাঁচতে শিখিয়েছে……!
লেখক: Farhan Ahmed