“অগোছালো আমি”
চিনো কি তুমি?এই অগোছালো আমাকে??
আমি যেনো পাতাল থেকে হঠাৎ মহাশূন্যে,,,!
তেপান্তরের মাঠ পেড়িয়ে মেঘেদের ওই দেশে,।
এক অগোছালো আমি ডুবে যাচ্ছি আঁধারে
দূরে যেনো আলোর ছিটা,ছুটেছি আলো পিছে,,
হঠাৎ যেনো তীব্র বায়ু নিচ্ছে আমার তুলে,,
আবার যেনো মরুভূমির রাস্তা গেছি ভুলে,,!
আমি পাহাড়ের ওই চূড়ায় বিজয়ের ঝলকানি,,,
সেই আমিই সমুদ্রতলে বিষন্নতায় ভুগি,,,!!
কে আমি?আর কি চাই আমি?খুঁজছি চারদিকে,
হঠাৎ দেখি সূর্য ওঠে আমার পুব আকাশে,,
“সাদিয়া মেহেরুন”