“প্রজাপতি আর পরীর দেশে”
“আচ্ছা,,!! ওদের আমি কোথায় পাব ?
যাদের ডানায় স্বপ্ন আঁকা,,,!!”
“ওদের দেশকে ভীষণ দূরে ?
পথটা কি খুব আঁকাবাঁকা?”
বলছি আমি তাদের কথা,
“প্রজাপতি আর পরী”র পাখা
যেখানে তে সোনালী স্বপ্ন গাথা!
রংবেরঙ্গের রঙ্গিন সুতোই বাধা!
পরীদের ওই দেশে যাবো,
স্বপ্নগুলো কুড়িয়ে নেবো।
প্রজাপতির দেশে যাবো,,
ফুল আর মেঘেদের ভিড়ে,
ডানা মেলে উড়াল দেবো!!!
“সাদিয়া মেহেরুন”