উদ্দেশ্যহীন কিছু স্বপ্ন নিয়ে অনবরত
ধেয়ে চলা যে মানুষের কাজ, সেও একদিন কারো প্রিয় পুরুষ ছিল –
কারো প্রতিশ্রুতিকে একদিন বিশ্বাস করেছিল।
যাকে উদ্দেশ্য করে স্বপ্ন দেখা তার
স্বভাব ছিল, সে আজ-
কোন উদ্দেশ্যে তৈরি করতে পারে না।
নিজেকে নিয়ে যত্রতত্র হিমশিম খায় ।
উদ্দেশ্যহীনভাবে ধোঁয়ার বেড়াজাল,
মায়ার বেড়াজাল ছিঁড়ে যাওয়ার_
বেদনা পথের পরোতে পরোতে
প্রতিবিম্ব রূপে দেখা দেয়। একজন ছায়ার অভাবে কল্পনার
সাগরে আছড়ে পড়ে।
রূপের জাদুতে মুগ্ধতা ছড়ানো সেই রামা আজ শুধুই অদৃশ্য।।
লেখক: Farhan Ahmed
পরবর্তী কবিতার জন্য বাটনটিতে ক্লিক করুন